Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মহাদেবপুর ইউনিয়নে রুমী ফিলিং স্টেশনে সিএনজির সিলিন্ডার ফেটে ভয়াভহ অগ্নিকান্ড ১ জন নিহত ৬ জন আহত।
বিস্তারিত

মহাদেবপুর ইউনিয়নের মহাদেবপুরে অবস্থিত রুমী ফিলিং স্টেশনে সোমবার বেলা ৪ টা ৩০ মিনিটে সিএনজির সিলিন্ডার ফেটে ৬ জন গুরম্নতর আহত ১ জনের মৃর্তু হয়েছে। দৌলতপুরের রফিকুল ইসলামের ছেলে পাখি( ৩০) দন্ডিঅর নাগরপুর সোহাগের ছেলে সালাউদ্দিন ( ৩৫) কেশবপট্টির শিবালয়ের মহিউদ্দিনের ছেরে আশ্রাব্অলী( ২৮)  বাগজান শিবালয়ে মনিরম্নদ্দিনের ছেলে দোলোয়ার(৩০) বরংগাইলে জুলমত আলী ছেলে মাসুম (৩৮) বরংগাইল শিবালয়ের বাবু মিয়ার ছেলে লেবু মিয়া ( ৪০) জোকা ঘিওর জুলনাস সিএনজি স্টেশন ম্যানেজার আবু সাঈদের ছেলে হেলাল উদ্দিন ( ৫০) ঘটনাস্থলে মৃত ব্যাক্তির নাম এখনো পাওয়া যায়নি। ঘটনা সম্পর্কে শিবালয় ঘিওর দৌলতপুর সার্কেল হারম্ননার রশিদ ও শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান সিএনজি গ্যাস নেওয়ার পর চালু করে হাত ২ যাওয়ার সাথে সাথে সিএনজির সিলিন্ডর ফেটে আগুন ছিটকে জেনারেটর স্টোর রম্নমে  আগুন ডুকার কারনে সামনের ব্যাক্তির আগুনে ঝলসে  যায়। ফায়ার সাভিস মানিকগঞ্জ ও ঘিওর থেকে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।   উক্ত ঘটনাস্থল পরির্দশন করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার, জনাব এ.কে. এম গালিভ খান সাহেব , মানিকগঞ্জ জেলা সিটি মেয়র জনাব মোঃ রমজান আলী সাহেব সহ উর্ধতন কর্মকর্তা বৃন্দ।

ছবি
ছবি
ডাউনলোড