প্রকল্প :Establish Rights to Health Services through Advocacy (ERHSA)
বাসত্মবায়নে : সোসিও ইকোনমিক ডেভলপমেন্ট এজেন্সি ( সিডা )
সহযোগিতায়: ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক), সাভার, ঢাকা।
অর্থর্ায়নে: কর্ড এইড, দ্যা নেদারল্যান্ডস্
প্রকল্পের নাম:Establish Rights to Health Services through Advocacy (ERHSA)
প্রকল্পের মেয়াদকাল: জানুয়ারী ২০১২- ডিসেম্বর ২০১৫&
কর্ম এলাকা :
জেলা | উপজেলা | ইউনিয়ন |
মানিকগঞ্জ |
শিবালয় | মহাদেবপুর |
শিমুলিয়া | ||
উথলী | ||
আরম্নয়া |
প্রকল্পের লক্ষ্য হচ্ছে-ইউনিয়ন পর্যায়ের মানসম্মত ও গণমূখী স্বাস্থ্য সেবা ও সুযোগগুলোতে দরিদ্র মানুষের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি।
সুনির্দিষ্ট উদ্দেশ্য-১ঃ সুবিধা বঞ্চিত মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ
· মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদানে ইতিবাচকভাবে প্রভাবিত করে কাজ চালিয়ে যাওয়ার লÿÿ্য হেলথ ওয়াচ কমিটি, ইউপি চেয়ারম্যান, ইউপি শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ষ্ট্যান্ডিং কমিটি এবং উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি করা
সুনির্দিষ্ট উদ্দেশ্য-২ঃস্থায়ীত্বশীলতা
· স্থানীয় সম্পদ সমাবেশীকরণের মাধ্যমে প্রকল্প পরবর্তী কর্মসূচি চলমান রাখার জন্য হেলথ ওয়াচ কমিটি, ইউপি চেয়ারম্যান, ইউপি শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ষ্ট্যান্ডিং কমিটি, কমিউনিটি গ্রুপ এবং ধাত্রীদের সক্ষমতা বৃদ্ধি করা
সুনির্দিষ্ট উদ্দেশ্য-৩ঃ দৃশ্যমান ফলাফল
· অপরিবর্তনের জন্য প্রভাবিত করা
সুনির্দিষ্ট উদ্দেশ্য-৪ঃ তদ্বির এবং এাডভোকেসীর জন্য মিডিয়া
· মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে নীতিনির্ধারণে পর্যায়ে তদ্বির ও এ্যাডভোকেসী করার জন্য স্থানীয় সুশীল সমাজ/মিডিয়ার প্রতিনিধিদের সম্পৃক্ত করা ।
প্রকল্পের কর্মসূচী অগ্রগতি :
ইউনিয়ন :মহাদেবপুর
মেয়াদকাল : জানুয়ারী- জুন,২০১৫
নং | কাজ
| সংখ্যা | অংশগ্রহণকারী/উপকারভোগীর সংখ্যা | ||
পুরম্নষ | মহিলা | মোট | |||
০১ | হেলথ ওয়াচ কমিটি ও ইউনিয়ন শিÿা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক ষ্ট্যান্ডিং কমিটির সাথে বার্ষিক কর্মপরিকল্পনা অগ্রগতি ও তাদের দায়-দায়িত্ব বিষয়ক দ্বি-মাসিক সভ | ০২ | ২৯ | ১০ | ৩৯ |
০২ | ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সাথে দ্বি-মাসিক সভা | ০৩ | ৬৭ | ২৮ | ৯৫ |
০৩ | উপজেলা ,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কর্মীদের সাথে ত্রৈমাসিক সভা | ০২ | ১৯ | ৩৮ | ৫৭ |
০৪ | গর্ভবতী ও প্রসূতি মায়ের হালনাগাদ তথ্য নিয়ে ধাত্রীদের সাথে মাসিক সভা | ০৫ | - | ৯৬ | ৯৬ |
০৫ | কমিউনিটি গ্রম্নপের সাথে মাসিক সভা | ১৫ | ১৯৫ | ৪৩ | ২৩৮ |
০৬ | মাদার্স ক্লাবের সাথ মাসিক সভা | ৪৫ | - | ৪৭৫ | ৪৭৫ |
০৭ | ভার্ক ও সহযোগী সংস্থার স্টাফদের সাথে ত্রৈমাসিক সভা | ০২ | ১০ | ০৮ | ১৮ |
০৮ | উপজেলা পর্যায়ে সমমনা সংস্থার সাথে ত্রৈমাসিক সভা | ০২ | ২৩ | ১২ | ৩৫ |
০৯ | প্রসূতি মায়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিতকরণে সহায়তা করা | ৩৭ | - | ৩৭ | ৩৭ |
১০ | মাদার্স ক্লাব গঠন
| ০৯ | - | ৯২ | ৯২ |
১১ | গর্ভবতী মায়েদের ত্রৈমাসিক অভ্যর্থনা | ০২ | - | ৩১ | ৩১ |
১২ | নির্বাচিত মাদার্স ক্লাবের সদস্যদের বসতবাড়ীতে ঔষধি গাছ লাগানের জন্য ÿুদ্রঋণ সহায়তা | ৫১ | - | ৫১ | ৫১ |
১৩ | জেলা পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সাথে ত্রৈমাসিক সভা | ০১ | ১৬ | ০৯ | ২৫ |
১৪ | স্থানীয় প্রেস ক্লাবের সদস্যদের সাথে ত্রৈমাসিক সভা | ০২ | ৪০ |
| ৪০ |
১৫ | অধিপরার্মশ ও স্থানীয় সম্পদ আহরণ এবং ব্যবস্থাপনা বিষয়ক প্রশিÿণ (সিএস জি ও সি জি ) | ১ | ১৯ | ৮ | ২৭ |
১৬ | ধাত্রীর দÿতা উন্নয়ন বিষয়ক রিফ্রেসার্স | ১ | - | ২০ | ২০ |
১৭ | স্থানীয় প্রেস ক্লাবের সদস্যদের সাথে প্রকল্পের উদ্দেশ্য ও ফলাফল (আউটকাম) বিষয়ক ওরিয়েনটেশন | ১ | ২০ | - | ২০ |
১৮ | স্থানীয় প্রেস ক্লাবের সদস্যদের দ্বারা তদবির ও এ্যাডভোকেসীর জন্য কর্ম প্ররিকল্পনা তৈরি | ১ | ২০ | - | ২০ |
অর্জন :
দুবুলিয়া কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা কমিটি কর্তৃক তহবিল গঠন
প্রেক্ষিত:
প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রত্যেক নাগরিকের জন্য নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় স্বাস্থ্য নীতিমালা ২০১১ অনুযায়ী বাংলাদেশের প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে প্রতি ৬০০০ হাজার লোকের জন্য একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। সরকারের এই লক্ষ্যকে বাস্তবায়নের উদ্দেশ্যে কর্ডএইড নেদারল্যান্ডের অর্থায়নে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর সহায়তায় স্থানীয় উন্নয়ন সংগঠন সোসিও ইকোনমিক ডেভলপমেন্ট এজেন্সি (সিডা), মানিকগঞ্জ জেলার, শিবালয় উপজেলার উপজেলায় কাজ করছে। সরকারী বরাদ্দ অপ্রতুল হওয়া স্বত্তেও কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনা কমিটির সক্ষমতার কারণে কমিউনিটি ক্লিনিক থেকে সুষ্ঠু ভাবে সেবা প্রদান করা হচ্ছে।
বর্ণনা:
ইস্ট্যাবলিশ রাইটস্ টু হেলথ সার্ভিসেস থ্রু এডভোকেসী’ প্রকল্পের আওতায় কমিউনিটি ক্লিনিক ম্যানেজমেন্ট কমিটি পূন:গঠন সহ কমিটিকে তাদের দায়-দয়িত্ব এবং প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। সরকারি নিয়মানুযায়ী কমিটিগুলো নিয়মিত মাসিক মিটিং করে, ক্লিনিকের উন্নয়নের জন্য তহবিল সংগ্রহ করছে, বাংলাদেশ কৃষি ব্যাংক, মহাদেবপুর শাখায় সঞ্চয়ী হিসাব খোলা হয় যার হিসাব নং -১৪৬২৮।কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের (স্থানীয় ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রবাসী বাঙ্গালী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা) কাছ থেকে তহবিল সংগ্রহ করা হয়এবং এলাকায় মৌসুমী ফসল উত্তোলন করে তহবিল সংগ্রহ করা হয়। এলাকা থেকে মৌসুমী ফসল (যেমনঃ ধান- ২ মন, সরিষা- ১ মন, পেঁয়াজ-১ মন) উত্তোলণ করা হয়, যার মূল্য ৪০০০.০০ টাকা। উক্ত ক্লিনিকের সর্বমোট তহবিলের পরিমান ৭৫০০.০০। এছাড়াও ক্লিনিকের নলকূপের মাথা চুরি হয়ে যাওয়ার কারণে সিসিএমসির একজন সদস্য ব্যক্তিগতভাবে ২৮০০.০০ টাকা খরচ করে নলকুপের মাথা ক্রয় ও পূনঃস্থাপন করেন। ক্লিনিকের সামনে ২০ টি মেহগনি গাছের চারা রোপন করা হয় যার খরচ ১০০০.০০। যেখান থেকে ভবিষ্যতে কমিউনিটি ক্লিনিকের জন্য বাড়তি আয় হবে। মহাদেবপুর গ্রামের অতিদরিদ্র গর্ভবতী মা শেফালী বেগমকে তহবিল থেকে ১০০০.০০ সহায়তা করা হয়। তহবিলের ৫৫০০.০০ ব্যাংকে জমা রয়েছে যা প্রয়োজন অনুযায়ী ক্লিনিকের উন্নয়ন ও অতি দরিদ্র পরিবারের গর্ভবতী মাদের জন্য খরচ করা হবে।
সূচক:
· ব্যাংকের হিসাব বই/ ব্যাংক একাউন্টস
· রেজুলেশন
সবল দিক :
· তহবিল সংরক্ষণের ক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে
· তহবিল সম্পর্কে বাহিরের জনগন অবগত হয়েছে
চ্যালেঞ্জ :
· জনগণকে সম্পৃক্ত করা
যোগাযোগ:
মো: হযরত আলী সভাপতি- দুবুলিয়া কমিউনিটি ক্লিনিক মহাদেবপুর ইউনিয়ন, শিবালয়, মানিকগঞ্জ।
মোবাইল নং ০১৭১০-৮৭৬৬৫১
সহায়তায়:
নাসরিন আকতার, প্যারামেডিক, সিডা, মানিকগঞ্জ। মোবাইল নং ০১৮৫৬-৪২০৪৬৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস