উপজেলাধীন অত্র ইউনিয়নে প্রতি বছরের ন্যয় এ বছরেও জেলার মধ্যে সর্বোচ্চ ব্যয় বহুল ভাবে বাংলা বর্ষবরন-১৪২২ কে ব্যপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে বরন করে নিতে সদা প্রস্তুত ইউনিয়নের সকল ধর্ম,বর্ন,বয়স,প্রায় ২৫ হাজার মানুষ। ইউনিয়নের প্রায় সবগুলো গ্রামে যথাযথ উৎসবের মাধ্যমে বর্ষবরন পালন করতে প্রস্তুুত রয়েছে। দিনটিতে বৈশাখী র্যালি,সাংস্কৃতি অনুষ্ঠান, মেলা সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা সব্বোর্চ ব্যয়ের বৈশখী মেলা অত্র ইউনিয়নের কাঐবিল-টেপড়ী তে অনুষ্ঠিত হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS