Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মাস ব্যাপি মানিকগঞ্জের শিবালয় উপজেলাধীন মহাদেবপুর ইউনিয়নের অন্র্তগত হযরত শাহ বাহের (রঃ) এর ১০ তম পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠান উদযাপন।
Details

মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলাধীন মহাদেবপুর ইউনিয়নের অর্ন্তগত ভবানীপুর গ্রামে হযরত শাহ্‌ বাহের (রঃ)  শাহর বিন্দু শন্তি আস্তানা। বহু বছর আছে বাহের নামে এক পাগল আস্তানা গাড়ে ভবাণীপুর গ্রামে। বাবা বাহের ছিল উদার প্রকৃতির মানুষ। মানুষের সেবা করাই ছিল ধর্ম। বাবার লেখনিতে বদ্ধ পাগল বহ বহু জটিল ও কঠিন রোগ ভাল হেয়ে যেত। এভাই নাম ডাক ছড়িয়ে পড়ে বাবা বাহেরের। টিনের চালার যায়গায় গড়ে উঠে বিশাল ইমারত।  বাবা বাহের শাহ আজ নেই। কিন্তু তার ভক্তবৃন্দরা মিলে প্রতি বছর  ০৮ ভাদ্র হতে ১০ দিন ব্যাপি চলে মেলা এছাড়াও মাস ব্যাপি চলে মেলা।  বাবার আসে এই আস্তানায় বাবার সানিদ্ধ লাভের আশায়। উপকার হয় অনেকের।উক্ত অনুষ্ঠান পরিচালনা করবেন আবু জাহিদ মোহাম্মদ মাহমুদুল আমিন, সভাপতি, আস্তানা পরিচালনা কমিটি ও চেয়ারম্যা্ন, মহাদেবপুর ইউনিযন।

Attachments